এ্যাডেনিয়াম হলুদ পাতার কারন ও প্রতিকার

এ্যাডেনিয়াম হলুদ পাতার কারন ও প্রতিকার

Adenium-Leafs

এডেনিয়ামের অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে বেশি আমরা যে সমস্যার মুখামুখি হই, সেটা হলো #পাতা_হলুদ_হয়ে_যাওয়া। এডেনিয়ামের পাতা হলুদ হওয়ার কারন এবং তার বর্ণনা এত ব্যাপক যে তা বিস্তারিত লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এই পোস্টে খুব স্বল্প পরিসরে জাস্ট একটু আইডিয়া দেবার চেষ্টা করবো। আশা করি নতুন এডেনিয়াম প্রেমিরা কিছুটা হলেও উপকৃত হবেন।
এডেনিয়ামের পাতা সাধারণত ৯টি কারনে হলুদ হতে পারে। এগুলো বেশি কমন। কারনগুলো হলো-
১. বয়সের কারনে
২. অতিরিক্ত পানি সেচন
৩. কম পানি সেচন
৪. পুষ্টি অভাবজনিত
৫. অতিরিক্ত সার প্রয়োগ
৬. সূর্যালোকের অনুপস্থিতি
৭. পুন-প্রতিস্থাপন
৮. শিকড় পচান
৯. রোগবালাই

1️⃣ বয়স জনিত
বয়সের কারনের গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। পাতা স্পর্শ করলে যদি হলুদ পাতাটা গাছ থেকে পরে যায় তবে বুজতে হবে এটা পুরাতন পাতা। কম বয়সের পাতা স্পর্শে পরে যাবে না।
অনেক সময় বয়স্ক পাতা হলুদ হয়ার আগে লালচে বর্ণ ধারন করে। সাধারণত বয়সের কারনে পাতা হলুদ হলে, সেটা নিচের দিকের পাতায় আগে হয়। কান্ডের দিকের পাতায় আগে হয় না।

2️⃣ অতিরিক্ত পানি
গাছে বেশি বেশি পানি দিলে পাতা হলুদ হতে পারে। করডেক্সটা একটু চেপে যদি শক্ত পাওয়া যায়, তবে এটা অতিরিক্ত পানির জন্য। এছাড়াও পাতার হলুদ হয়ে যাওয়া টা যদি পাতার আগা থেকে শুরু হয়, বুঝতে হবে এটি অতিরিক্ত পানির জন্য। অতিরিক্ত পানিতে পাতা হলুদ হলে গাছে আরো একটা লক্ষন দেখা যায়। অতিরিক্ত পানির জন্য অনেক সময় গাছে গুটিগুটি ঘামাচি/ব্রণ করডেক্সের গায়ে দেখা যায়।

3️⃣ পানির অভাব
কম পানির জন্য পাতা হলুদ হলে তা শুরু হবে পাতার গোড়া থেকে। কম পানিতে পাতা হলুদ বুজবার আরেকটি উপায় হলো করডেক্স নরম হয়ে যাওয়া।

4️⃣ পুষ্টি অভাবজনিত
বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টের অভাবে এডেনিয়ামের পাতা হলুদ হয়। দীর্ঘ দিন পুষ্টি/সার না দেয়া হলে এটি হতে পারে।

5️⃣ অতিরিক্ত সার প্রয়োগ
কম খাদ্যে যেমন পাতা হলুদ হয়, তেমনি অতিরিক্ত সার, বিশেষত রাসায়নিক সার প্রয়োগে এডেনিয়ামের পাতা হলুদ হতে পারে।

6️⃣ সূর্যালোকের অনুপস্থিতি
দীর্ঘ দিন গাছ ছায়াতে রেখে দিলে, গাছে সূর্যালো না লাগলে এডেনিয়ামের পাতা হলুদ হয়ে যায়।

7️⃣ শিকড় পচান
গাছে বেশি পানি দিলে বা শিকড়ে পানি জমে থাকলে; ব্যাকটেরিয়া, ছত্রাক সহ অন্যান্য পোকার সংক্রমণ হলে – এডেনিয়ামের শিকড় পচন শুরু হয়। ফলে পাতা হলুদ হয়ে যায়।

8️⃣ পুন-প্রতিস্থাপন
অনেক সময় এডেনিয়াম নতুন করে পটিং করা হলে এর পাতা হলুদ হতে পারে। এটা আসলে কোন রোগ না, না কোন সমস্যা। কিছুদিনের মধ্যেই এটি নিজে নিজে ঠিক হয়ে যায়।

বি:দ্র: রোগবালাই পয়েন্টি পরের পর্বে আলোচনা করা হবে।

তথ্য সংগ্রহ ও লেখকঃ Md Sajjad Hossen Jim

সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর

Top Img back to top