গ্রাফটিং করার জন্য রুটস্টক নির্বাচন | Root Stock selection for adenium grafting

এ্যাডেনিয়ামের গ্রাফটিং করা একটি কমন বিষয়। ভালো মানের ফুলের জন্য ও আনকমন ভ্যারাইটি কালেকশন ও সহজলভ্য করার জন্য এ্যাডেনিয়াম গ্রাফটিং করা হয়। আর এর গ্রাফট করার জন্য রুটস্টক একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।
ছবির গাছগুলো ভাল করে খেয়াল করবেন। দুই পাশের দুটি গাছ এই বছরের ৩ মাস আগে গ্রাফট করা। আর মাঝের গাছটি ছয় ইঞ্চি টবে রাখা এবং ৯ মাস আগে সংগ্রহ করা। সে হিসেবে মাঝের গাছটি প্রায় ১ বছর আগে গ্রাফট করা। গাছের পরিচর্যার কোন ঘাটতি রাখিনি। কারণ কালারটা রেয়ার সিঙ্গেল পেটাল। আর পাশের দুটো গাছ ৩ মাস আগে গ্রাফট করা হলেও তার বৃদ্ধি যথাযথ। কারণ একটাই। ভাল মানের রুটস্টক। একটা ভাল রুটস্টক মানে একটা ভাল গাছ। একটি ছোট গাছে গ্রাফট করলে তার বৃদ্ধি ব্যহত হয়। কারন সে নিজেই এখনো ঠিকমতো খাদ্য গ্রহন করতে শিখেনি। অনেকটা শিশুশ্রমের মতো। রুটস্টকের বয়স ১ বছর বা তার কাছাকাছি হলে এবং আকার যথেষ্ট বড় হলে সেটা দিয়ে গ্রাফট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। অন্যদিকে, বড় গাছে গ্রাফট করলে খুব দ্রুতই সেটা সেট হয়ে যায় এবং অল্প সময়েই ফুল আসতে শুরু করে। কারন, রুটস্টকটা ম্যাচিউর থাকে। তাই যারা গ্রাফট করেন বা করতে চান, তাদের অনুরোধ করব ভাল মানের বড় গাছে গ্রাফট করে ভাল মানের গাছ উৎপাদন করুন। আর ক্রেতাদের অনুরোধ করব, অল্প কিছু টাকা বাচাতে যেয়ে ছোট সাইজের গাছ না কিনে একটু বেশি দিয়ে হলেও বড় গাছ সংগ্রহ করুন। তাহলে গাছ ও গ্রাফট নষ্ট হওয়ার সম্ভাবনা কম হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কাঙ্খিত ফুল পাবেন।
দুইপাশের গাছদুটির রুটস্টক ব্রিডার, গ্রোয়ার ও গ্রাফট এর স্বত্বাধিকারী Munna Shabbir Ahmed.
ব্র্যান্ড: খুলনা এ্যাডেনিয়াম।
লেখা: Palash Sarkar